বিরস দিন , বিরল কাজ প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কি মহা সমারোহে ..
একেলা রই অলস মন , নিরব এই ভবন কোন,
ভাঙ্গিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে ..
কানন ‘- পর ছায়া বুলায়ে , ঘনায়ে ঘনঘটা
গঙ্গা যেন হেসে দুলায়ে দূর্জটির জটা
যেথা যে রয় ছাড়িল পথ , ছু টালে বিজয় রথ,
আঁখি আমার তড়িত বৎ , ঘন ঘুমের মোহে ..
Link to the song: http://www.youtube.com/watch?v=WZK_hK3dIjg
Credits: The video taken from “Gaaner Opare”.
If you have any old version/ recording of the song, please feel free to share it with me at mailme@www.anirbansaha.com